জাতীয়

শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন ও দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।

টুইট বার্তায় মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি আমি। সফলভাবে নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণকেন্দ্রিক ও স্থায়ী অংশীদারিত্ব জোরদারে আমরা অঙ্গীকারাবদ্ধ। 

এদিন ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন করেছিল পড়শি দেশটি। আর ১৯৭৫ সালে আমাদের আশ্রয় দিয়েছিল তারা।

তিনি আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী। দুই দেশের বন্ধন দারুণ। অবশ্য সমস্যাও হয়। তবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধান করে ফেলি আমরা। আমার সঙ্গে অন্য দেশগুলোরও সম্পর্ক চমৎকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button