আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অষ্টমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথম ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার ২০২৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। সব মিলিয়ে আটবার এমপি হলেন তিনি।

আর বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।

এই বিভাগের অন্য খবর

Back to top button