নাটোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে পথচারী বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মৃত খায়েজ উদ্দিন মোল্লার ছেলে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেগম নওগাঁ যাওয়ার জন্য আজিমনগর স্টেশনে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে তারা পায়ে হেঁটে সড়কে ওঠে। পথে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে পৌঁছালে একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী স্বামী ও স্ত্রী নিহত হয়।
পরে মরদেহ দুইটি স্থানীয়রাসহ নিহতের স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নছিমনটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছে।