আন্তর্জাতিক খবর

দিল্লিতে তীব্র শীতের কারণে রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন এ তাপমাত্রার সাক্ষী হল দিল্লির মানুষ।

শনিবার এই তাপমাত্রা রেকর্ড হওয়ার পর রাজধানীসহ পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার।

জানা গেছে, দেশটির রাজধানীসহ আশপাশের এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে এ তীব্র শীত অনুভূত হয়েছে। ফলে দিল্লি ও ভারতের অন্যান্য অংশে ১৮টি দিল্লিগামী ট্রেন বিলম্বিত হয়েছে। একই কারণে বেশ কিছু দিল্লির বিমানবন্দরেও বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

এদিকে মুম্বাই-গুয়াহাটিগামী এন্ডিগো এয়ারের একটি প্লেন গুয়াহাটিতে অবতরণ করতে ব্যর্থ হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button