ক্রিকেটখেলাধুলা

চোখের ডাক্তার দেখাতে লন্ডন গেছেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হতে মাত্র তিন দিন বাকি। এর মাঝেই সাকিব আল হাসানকে যেতে হলো লন্ডনে। বিশ্বকাপ চলাকালীন ভারতে দুইবার চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল সাকিবকে। তাতেও ভালো না লাগায় চোখ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তাতেও সমস্যার সমাধান পাননি।

নির্বাচনি ব্যস্ততা শেষে ক্রিকেটে ফিরেছেন সাকিব। রংপুর রাইডার্সে খেলা সাকিব অনুশীলনে নামতেই সমস্যা দেখা দিয়েছে চোখে। চশমা পরেও ব্যাটিং করতে দেখা গেছে তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে, চোখের ডাক্তার দেখাতে রোববার লন্ডন গেছেন সাকিব। এদিকে আগামী ১৯ তারিখ শুরু হবে বিপিএল। তাই ডাক্তার দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই ঢাকায় ফিরবেন সাকিব।

এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে সাকিব জানিয়েছিলেন বিশ্বকাপের সময় চোখের সমস্যায় ভুগতে হয়েছে তাকে। তিনি জানান স্নায়ুচাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল। যে কারণে ব্যাটিংয়ের সময় সাকিবের সমস্যা হচ্ছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button