আইন ও অপরাধ
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
মাথায় ইট পড়ে নিহত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) জনস্বার্থে এ নোটিশ পাঠান আইনজীবী মোহাম্মদ ছফওয়ান করিম। এতে সাত দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে বলা হয়।
সচিব সড়ক ও সেতু বিভাগ, সচিব অর্থ বিভাগ, সচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সচিব স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকার জেলা প্রশাসক ও ডিএমপি কমিশনারকে নোটিশে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাতে রাজধানীর মৌচাক এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে দিপু সানার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।