বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক, আহত ৮
বগুড়ার আদমদীঘিতে বাস ও ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কে হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক ইমরান হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কুনইল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার নওগাঁ- বগুড়া মহাসড়কে হাসপাতাল গেটের সামনে ঢাকাগামী শাহ ফতেহ আলী বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের আট যাত্রী এবং ট্রাকচালক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।