প্রধান খবরশিক্ষা

শীতের জন্য প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ হতে পারে

যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামবে, সেসব জেলায় প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে পারবেন বলেন নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণায়লের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলমান আছে। শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সুতারং যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকগণ সংশ্লিষ্ট জেলার প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করতে পারবেন।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে না আসা পর্যন্ত ওইসব বিদ্যালয় বন্ধ থাকবে।

এই নির্দেশনা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

এর আগে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এই বিভাগের অন্য খবর

Back to top button