আন্তর্জাতিক খবর

ইরানে পাকিস্তানের হামলা, নিহত ৭

এবার ইরানের দক্ষিণপূর্ব সীমান্তে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এই খবর জানিয়েছে আল জাজিরা।

এর আগে, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যার জেরে গতকাল বুধবার (১৭ জানুয়ারি) ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় দেশটি।

খবরে বলা হয়েছে, ইরানের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা চালিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিতে ইরান আক্রমণ করার দুই দিন পরে পাকিস্তান এই হামলা চালাল। এ হামলা পাকিস্তানের ইরানি সন্ত্রাসী গোষ্ঠী জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল কে টার্গেট করে করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

এই বিভাগের অন্য খবর

Back to top button