ধুনট উপজেলাপ্রধান খবর

ধুনটে পৃথক স্থানে অভিযান, ৫ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

১৭ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া বিলপথিয়া এলাকা থেকে ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে শাহিনুর রহমান সেতুকে ৫০ পিস , কোনাগাতি গ্রামের গোলাম রব্বানীর ছেলে আব্দুল আজিজ চান্দুকে ১০ পিস, বিশ্বহরিগাছা গ্রামের নবীর খানের ছেলে বাবুল খানকে ১০ পিস ও সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে আব্দুল কাদের জেলানীকে ২০ পিস, গোসাইবাড়ি ফকিরপাড়া এলাকার মৃত অয়েন উদ্দিনের ছেলে আমিনুল ইসলামকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, ধুনট থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা সহ পুলিশের বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার তিনটি স্থানে মাদকের কারবার চলছে। তখন পুলিশ সদস্যরা পৃথক তিনটি ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৫ জনের কাছ থেকে মোট ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিক্রি করে আসছিলেন। সকলের মধ্যে শাহিনুর রহমান সেতু একাধিক মাদক মামলার আসামি।

ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান জানান, পুলিশি অভিযানে ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় পৃথক তিনটি মামলার দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদেরকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button