শিক্ষাসারাদেশ

রংপুরের ৩ জেলার স্কুল বন্ধ ঘোষণা

তীব্র শীতে স্কুলে যেতে শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। শীত উপেক্ষা করে তাদের স্কুলে যেতে হতো।

এ অবস্থায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুর বিভাগের তিন জেলার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  

জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়। তবে মাধ্যমিকে এখনও সিদ্ধান্ত হয়নি।

এছাড়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলিসিয়াস থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছিল। প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা। এ অবস্থার রংপুর বিভাগের তিন জেলার প্রায় সাড়ে তিন হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতজনিত পরিস্থিতি উন্নতি হলে স্কুল খোলার নির্দেশ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক জানান, শীতের তীব্রতার কারণে দিনাজপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button