আবহাওয়াপ্রধান খবরসারাদেশ

বাড়বে শীত, বৃষ্টিপাতেরও সম্ভাবনা

দেশের চারটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতির আরও বিস্তার ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এতে আরও বলা হয়েছে, এই তিনদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একই সঙ্গে পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে বাড়বে শীতের প্রবণতা। এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button