প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত
বগুড়া সদর উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন ৷
শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ২য় বাইপাস মহাসড়কের মানিকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকার আকতারুল আলম ওরফে মকলুর ছেলে।
তিনি বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বগুড়ার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজের ছাত্র ছিলেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, রাতে মানিকচকের ২য় বাইপাস এলাকায় একটি পিকআপভ্যান মেহেদীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তার এই মৃত্যুতে ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত।