প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে অটো চালকের আত্মহত্যা

বগুড়া জেলার শেরপুর উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে তৌহিদুল ইসলাম (২৫) নামের এক ব্যাটারি চালিত অটো চালক আত্মহত্যা করেছে।

তৌহিদুল মির্জাপুর ইউনিয়নের বিরোইল পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এর আগে সোমবার দিবাগত রাত ৯ টার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

জানা যায়, তৌহিদুল ব্যাটারিচালিত অটো রিকশা ভাড়ায় চালিয়ে বাড়িতে এসে চার্জ দেয়। রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকলের অজান্তে রাত ৯ টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। অসুস্থতার খবর পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে সে মারা যায়।

পুলিশ জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button