প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় মাঠে পড়ে ছিল কিশোরের রক্তাক্ত মরদেহ
বগুড়া সদর উপজেলার বারপুর উত্তরপাড়া থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজবীর ইসলাম (১৫) উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা দক্ষিণপাড়ার তাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বারপুর উত্তরপাড়া মাদারতলায় এক জমির পাশে খোলা মাঠে মরদেহটি পাওয়া যায় বলে সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান।
জানা গেছে, নিহত ওই কিশোর বারপুর সোনাপাড়ায় গ্রিল ওয়ার্কশপের দোকানে কাজ করতো। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে জেলা পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। শীঘ্রই বিস্তারিত জানানো হবে।