ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় কৃষকের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে গবাদিপশুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে মকবুল হোসেন নামের এক কৃষকের গোয়াল ঘর সহ ভস্মীভূত হয়েছে গবাদি পশু। 

শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মকবুল হোসেন ওই গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে পরিবারের লোকজন আগুন লাগা অনুভব করতে পেরে তাড়াতাড়ি ঘরের বাহিরে বের হয়ে আসে এবং গোয়াল ঘরে অগ্নিকান্ড দেখতে পায়। অনেক চেষ্টা করেও গোয়াল ঘর ও গবাদি পশু উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। এ সময় আগুনে পুড়ে গোয়াল ঘরে থাকা দুইটি গরু ও দুইটি ছাগল মারা যায়। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস বলছে, গোয়াল ঘরে লাগানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে শনিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক মকবুল হোসেনের পুড়িয়ে যাওয়া গোয়াল ঘর পরিদর্শন করে আর্থিক সহযোগিতা আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এ সময় নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন ও সাবেক ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button