প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে ৭ দিন ও ৩ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১টি ড্রেজার মেশিন জব্দ করেছে
ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন বাঙ্গালী নদী থেকে অবৈধ উপায়ে বালু তোলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা অপরাধ ১৫ (১) সংশ্লিষ্ট ধারার ১টি মামলায় উপজেলার চরগোসাই বাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে মোঃ বাবু ইসলাম (৩৮) কে ৭ দিন, ও নিউ সোনাতলার গ্রামের আনসার আলী মন্ডলের ছেলে বেলাল মন্ডল (৩৭), মৃত নজির মিয়ার ছেলে বাদশা মিয়া (৫৫), গাবতলী উপজেলার বটিয়াভাঙ্গা গ্রামের নয়া মিয়ার ছেলে টিপুল মিয়া (৪০) কে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সে সময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক বলেন, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button