বিনোদন

সিদ্ধান্ত বদলে অভিনয়ে ফিরছেন মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করতে নেমে পরাজিত হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহি জানিয়েছিলেন, বিজয়ী হলে আর অভিনয় করবেন না।

কয়েক দিন আগেই রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন নায়িকা। ফিরেই বদলেছেন সিদ্ধান্ত।

জানালেন, ফিরবেন অভিনয়ে। মাহিয়া মাহি গণমাধ্যমে বলেন, ‘নির্বাচিত হলে সংসদ অধিবেশন, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি—নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো। তাই নির্বাচনী প্রচারণার সময় বলেছিলাম, নির্বাচিত হওয়ার পর অভিনয় ছেড়ে দেব। অভিনয় করার সময়ই তো পেতাম না। এখন এলাকার মানুষের খোঁজ-খবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দুই দিনই যথেষ্ট। বাকি দিন আর কী করব? ঠিক করেছি বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব।’

মাহি ফিরছেন এমন খবরের পর নতুন চারটি সিনেমার প্রস্তাব পেয়েছেন। এরমধ্যে একটি সিনেমার নির্মাতা মাহির খুব পছন্দের। আগেও তার পরিচালনায় কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। মাহি বলেন, ‘আমি সিনেমাটিতে অভিনয় করব এটা নিশ্চিত। তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সব কিছু জানাতে চাই।’

মুক্তির অপেক্ষায় রয়েছে মাহির ‘আনন্দ অশ্রু’। জানা গেছে, চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button