ইজতেমায় জঙ্গি বা কোন উগ্রবাদি সংগঠনের হুমকি নেই: র্যাব

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে পরিদর্শনে এসে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেছেন ইজতেমা আয়োজনে জঙ্গি বা কোন উগ্রবাদি সংগঠনের হুমকি নেই। ইজতেমা ময়দানে মুসল্লিদের যাতে কোনো সমস্যা ও ময়দান কেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি হতে না পারে সেজন্য সকল গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে র্যাব পাঁচ স্তরের নিরাপত্তা হাতে নিয়েছে।
নিরাপত্তা একটি সমন্বিত উদ্যোগ। এখানে যারা আছি প্রত্যেককেই এই উদ্যোগে অংশগ্রহণ করার প্রয়োজন রয়েছে। র্যাব শুধু নিরাপত্তাই নয়, ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাও দেবে। পুরো ইজতেমা ময়দানে প্রবেশের ১৮টি গেটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও বিদেশি মেহমানদের কামড়ার গেটেও রয়েছে সিসি ক্যামেরা। রাত-দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রয়েছে একটি মূল নিয়ন্ত্রণ কক্ষ ও দুটি উপ-নিয়ন্ত্রণ কক্ষ।
ইতিমধ্যে দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাশকতা এড়াতে বিশ্ব ইজতেমার ময়দান ও তার চারপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। প্রতিবারের মত এবারও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে পাঁচটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মঙ্গলবার ইজতেমা আয়োজক কমিটির জোবায়ের গ্রুপের মুরব্বিদের সাথে আলাপকালে ও ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ রানা ও জোবায়ের গ্রুপের ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।