আবহাওয়াপ্রধান খবরসারাদেশ
দেশে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে- এমন খবর পাওয়া গেছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানী ঢাকার কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবারও (১ ফেব্রুয়ারি) বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।