নিরাপত্তার বেড়াজালে বইমেলায় আসার মধ্যে কোনো মজা নেই: প্রধানমন্ত্রী

নিরাপত্তার বেড়াজালে প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় আসার মধ্যে কোনো মজা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার বেড়াজালে নিজের স্বাধীনতাটা থাকে না।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরকারপ্রধান বলেন, ‘বইমেলায় আসতে পেরে আমি আন্দন্দিত। তবে প্রধানমন্ত্রী হিসেবে আসা, এতে তেমন কোনো মজা নেই। কারণ স্বাধীনতাইতো নাই। ডানে তাকাব নিরাপত্তা, বায়ে তাকাব নিরাপত্তা, পেছনে গাড়ির নিরাপত্তা, সামনে নিরাপত্তা। এই নিরাপত্তার বেড়াজালে স্বাধীনতাটাই হারিয়ে গেছে।’
ছোটবেলার স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে (বইবেলা) আসলে মনে পড়ে সেই ছোটবেলার কথা, স্কুলজীবনের কথা। এমনকি যখন আমি ৮১ সনে এসেছি…আমিতো প্রতিবারই আসতাম।’
তিনি আরও বলেন, ‘এই প্রাঙ্গণের সঙ্গে এতো ওতপ্রোতভাবে জড়িত কিন্তু এখন সেই স্বাধীনতাটা নেই।’
‘জানি না কবে আবার স্বাধীনতা পাব। যাইহোক, তবু মানুষের জন্য যদি কাজ করে যেতে পারি, আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি, দরিদ্র্য বিমোচন করে মানুষকে উন্নত সমৃদ্ধ একটি দেশ দেওয়া সেটিই আমাদের লক্ষ্য; যে দেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন। সেই দেশটিই আমরা গড়তে চাই,’ বলেন প্রধানমন্ত্রী।