সারাদেশ
আমাকে বলা হয় ‘ফেসবুক প্রোডাক্ট’, ‘ফেসবুক এমপি’
আমাকে বলা হয় ‘ফেসবুক প্রোডাক্ট’, ‘ফেসবুক এমপি’। আমি যদি ফেসবুক প্রোডাক্ট হই, তবে শেখ হাসিনা প্রোডাক্টও। কারণ ফেসবুক, ইন্টারনেট এসব তো শেখ হাসিনার কল্যাণেই হয়েছে।”
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এসব কথা বলেন।
হবিগঞ্জের চুনারুঘাটে ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন এমপি আবু জাহির, ব্যারিস্টার সুমন ও ময়েজ উদ্দিন শরীফ।