ঘরের মাঠে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। এটিই ছিল বাংলার মেয়েদের নতুন বছরের প্রথম খেলা। আর তাতে জয় পেয়ে আনন্দে ভাসালেন বাংলাদেশের ফুটবল দর্শকদের।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
খেলার প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে নেপাল ১ গোল করে। পরে নেপালের জালে আরও এক গোল যোগ হয় বাংলাদেশেল।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।