আইন ও অপরাধপ্রধান খবর
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরব থেকে গ্রেপ্তার ২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়েছে।
হুমকিদাতা দুজনকে গ্রেপ্তারের বিষয়ে আগামীকাল রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সিটিটিসি। সেখানে বিস্তারিত জানানো হবে।