বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত এক
বগুড়ার ধুনটে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক আব্দুর রশিদ (৮০) মারা গেছেন।
শনিবার বিকেল ৪টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার সোনাহাটা-সাতবেকী পাকা সড়কের ধামাচামা পশ্চিমপাড়া এলাকায় দুর্ঘটনায় তিনি আহত হন।
আব্দুর রশিদ উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।
জানা যায়, কৃষক আব্দুর রশিদ শনিবার দুপুরের দিকে মাঠে কাজ করে বাড়ির দিকে রওনা হন। এ সময় সোনাহাটা থেকে সাতবেকীগামী অজ্ঞাত এক মোটরসাইকেল-চালাক ওই কৃষককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্বজনরা আহত আব্দুর রশিদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুর রশিদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।