খেলাধুলাফুটবল

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনে (সাফ) মেয়েদের আসরে বয়সভিত্তিক পর্যায়ে একাধিক শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের মেয়েরা। জাতীয় দলের মেয়েরাও জিতেছেন সাফের শিরোপা।

ঘরের মাঠ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের আসর হওয়ায় মেয়েদের কাছে প্রত্যাশাও ছিল বেশি। তবে, প্রতিপক্ষ ভারত হওয়ায় চাপও ছিল। মেয়েদের প্রতিবার ওই ভারতই দারুণ পরীক্ষায় ফেলে। কোনো কোনোবার স্বপ্নভঙ্গও হয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেও দেখা গেল দুর্দান্ত লড়াই। যে লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ভালো খেললেও গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধ তাই গোল শূন্য সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধও একই কক্ষপথে ছিল ম্যাচ। টাইব্রেকার ভাগ্যে ম্যাচের ফল নির্ধারণ হবে এমন যখন সবার ধারণা তখন যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। গোল করেন সাগরিকা। তার ওই গোলে বয়সভিত্তিক সাফ আসরে এবারের প্রথম দল হিসেবে ফাইনালের উচ্ছ্বাসে মাতে লাল সবুজের বাংলাদেশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button