আইন ও অপরাধসারাদেশ
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের সেই আলোচিত মামলায় ১০ জনের ফাঁসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলায় ১০ জনের ফাঁসি রায় দিয়েছেন আদালত।
একইসঙ্গে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।