খেলাধুলাফুটবল

৬ বছর পর রিয়াল মাদ্রিদের বার্নাব্যুতে ফিরছেন রোনালদো

রিয়াল মাদ্রিদে ৯ বছর খেলে ২০১৮ সালে স্পেন ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। বিভিন্ন লিগ ঘুরে রোনালদো এখন থিতু হয়েছেন সৌদি প্রো লিগে। খেলছেন আল নাসরে।

রিয়াল মাদ্রিদ ছেড়ে এসেছেন ৬ বছর হয়ে গেল। ছয় বছর পর আবার তিনি ফিরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

সৌদি আরবের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, পুনঃনির্মিত সান্তিয়াগো বার্নাব্যুর উদ্বোধন উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করবে রিয়াল। আর সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে রোনালদোর আল নাসরকে চেয়েছে মাদ্রিদের ক্লাবটি। সেটার আনুষ্ঠানিক প্রস্তাবপত্র ইতোমধ্যে হাতে পেয়েছে আল নাসর।

তবে এই ম্যাচটি ঠিক কবে অনুষ্ঠিত হবে সেটি এখনও নির্দিষ্ট হয়নি।

জানা গেছে, ২০২৪ সালের শেষের দিকে কিংবা ২০২৫ সালের শুরুতে রিয়াল মাদ্রিদ ও আল নাসরের মধ্যকার ম্যাচটি বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে খেলিয়ে তাদের পুনঃনির্মিত স্টেডিয়ামের উদ্বোধন করতে চায়।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রোনালদো রিয়ালের জার্সি গায়ে ৪৩৮ ম্যাচ খেলে গোল করেন রেকর্ড ৪৫০টি। যা ক্লাবটির ১২১ বছরের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।

এই বিভাগের অন্য খবর

Back to top button