লাইফস্টাইল

ঘুমের মধ্যে যেভাবে আপনার পছন্দের স্বপ্ন দেখতে পারবেন

ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কখনো আমরা ভালো স্বপ্ন দেখে খুশি হয়, আবার কখনো দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠি। এবার এ সমস্যার সমাধান এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এখন থেকে আপনি কেমন স্বপ্ন দেখবেন, নিজেই তা ঠিক করতে পারবেন। নিজের খুশিমতো স্বপ্ন দেখেতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।


সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস টেক ও সিএনবিসি।

‘হালো এআই’ নামের উন্নত প্রযুক্তির সহায়তায় আপনি স্বপ্নের অনিয়ন্ত্রিত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রোফেটিক নামের একটি প্রযুক্তি কোম্পানি স্বপ্নের রহস্যময় জগতে পছন্দমতো প্রবেশের লক্ষ্যে সম্প্রতি একটি হেডব্যান্ড ডিভাইস তৈরি করেছে। এর মাধ্যমে আপনি শুধু স্বপ্নের জগতেই প্রবেশ করতে পারবেন না, পুরোপুরি নিয়ন্ত্রণও করতে পারবেন।

কোম্পানিটির দাবি, ‘ড্রিমস অন ডিমান্ড’ নামে প্রচার চালানো হালো এআই হেডব্যান্ডের সাহায্যে ঘুমের মধ্যে আপনার পছন্দের স্বপ্ন দেখতে পারবেন। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ডিভাইসটি প্রস্তুত করেছে।

তাদের মতে, ডিভাইসটির আলট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতে প্রবেশে সহায়তা করে। প্রবেশ করানোর পর এই ডিভাইসটি আপনার ওপর নিয়ন্ত্রণের ভার দেয়। ফলে ব্যবহারকারী নিজের স্বপ্নের জগত নিজেই নিয়ন্ত্রণ করে পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন। হালো এআই হেডব্যান্ডটি একটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা মানুষের অবচেতনে মস্তিষ্কে প্রবেশ করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button