খেলাধুলাপ্রধান খবরফুটবল

বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন

ফাইনালের ফল নিয়ে চলে একের পর এক নাটক। টসে ভারতকে বিজয়ী করার সিদ্ধান্ত ভুল। ভারত টস বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে। পরে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি।

যদিও রেফারিরা ভারতকে ৩০ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন মাঠে ফেরার। এর মধ্যে না ফিরলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করার কথা। সেটিও করেননি রেফারিরা

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নারী অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ করে স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে ২২ শটের টাইব্রেকার ১১–১১ সমতায় থাকে ভারত বাংলাদেশ। পরে টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি।

বাংলাদেশ দল অবশ্য এই সিদ্ধান্ত না মেনে প্রতিবাদ জানায়। পরে বাইলজ ঘেঁটে রেফারিরা দেখেন, টসের নিয়ম নেই। টাইব্রেকার চলমান থাকবে। ফলে টস বাতিল করা হয়।

এই সিদ্ধান্তে আবার প্রতিবাদ জানায় ভারত। এক পর্যায়ে ভারতের কর্মকর্তারা তাদের খেলোয়াড়দের ডেকে মাঠের বাইরে নিয়ে যান।

রেফারি ভারতকে মাঠে ফিরতে ৩০ মিনিট সময় দিয়েছেন। এই সময়ের মধ্যেও ফেরেনি ভারত।

এই বিভাগের অন্য খবর

Back to top button