ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

সেঞ্চুরিটি মা’কে উৎসর্গ করলেন তাওহিদ হৃদয়

চলমান বিপিএলের এবারের আসরে প্রথম সেঞ্চুরি করলেন তাওহিদ হৃদয়। যা তার নিজের বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারেও প্রথম শতক। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশেষ ইনিংসটি তার মাকে উৎসর্গ করেছেন হৃদয়।

গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রান করেছেন হৃদয়। তার এমন ইনিংসে ভর করেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে।

গতকাল ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা হৃদয় বলছিলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।’

এদিকে হৃদয়ের লক্ষ্যই ছিল আক্রমণাত্মক খেলা। মাঠে গিয়ে সেটাই বাস্তবায়ন করেছেন।

তিনি বলছিলেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই (তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো)।’

এই বিভাগের অন্য খবর

Back to top button