ধর্মপ্রধান খবর
২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত
দেশের আকাশে হিজরি শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদে বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের উপস্থিতিতে সভা শেষে শবে বরাতের এ তারিখ জানানো হয়।
শবে বরাতের পরদিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার এ ছুটি পড়ছে সোমবার (২৬ ফেব্রুয়ারি)।