বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর নিহত
বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাইপাসের সাবগ্রামের বড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার মো. সুমনের ছেলে মাহিনুর রহমান (১৩) ও গাবতলী উপজেলার দুর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমানের ছেলে সিতাব (১৪)।
জানা গেছে, মাহিনুর ও সিতাব মোটরসাইকেলে করে গাবতলী থেকে বগুড়া শহরের দিকে আসছিলো। এসময় দ্বিতীয় বাইপাসের সাবগ্রামের বড়িয়া নামক স্থানে বিপরীতমুখি একটি ট্রাক সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই দুই কিশোর ট্রাকের চাপায় মারা যায়।
এসময় তাদের মোটরসাইলেকটি দুমড়ে-মুচড়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত দুই জনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হতে পারে বলেও তিনি জানান।