লাইফস্টাইল

কিস ডে: প্রিয় মানুষকে চুম্বন করে মধুর করুন সম্পর্ক

শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। প্রেমের মরশুমে এই ক’টা দিন বেশ স্পেশাল। এর মধ্যে একটি অন্যতম দিন কিস ডে। যদিও বিশ্বজুড়ে আলাদা করে অন্য তারিখে চুমু দিবস পালন করা হয়, তবুও ভ্যালেনটাইন্স ডে’র আগে কিস ডে একটু বেশি স্পেশাল। সম্পর্ক মধুর করার পাশাপাশি চুম খাওয়ার একগুচ্ছ উপকারিতাও রয়েছে।

বিশ্বজুড়ে ১১ ফেব্রুয়ারি পালন করা হয় কিস ডে। ভ্যালেনটাইন্স ডে’র আগে এই দিনটি খুবই স্পেশাল প্রেমিক-প্রেমিকাদের কাছে। একে অপরের প্রতি ভালোবাসার প্রতিশ্রুতি, সম্পর্ক মধুর করা ছাড়াও কিস ডে একাধিক কারণের জন্য উদযাপন করা হয়।

প্রেমের ভাষা সহজ করে বোঝাতে একটি আলতো চুমুই যথেষ্ট। ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম চুম্বন। গোটা দুনিয়াজুড়ে এই দিন পালন করা হয়। তাই কিস ডে’র দিন কতরকম চুম্বন হয় তা যেমন জেনে রাখা দরকার, তেমনই প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা পাঠানোও সমান গুরুত্বপূর্ণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button