খেলাধুলা
বিবাহবার্ষিকীতে স্ত্রী তামিমাকে নিয়ে নাসিরের আবেগঘন পোস্ট

বিয়ের তিন বছর পার করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি দম্পতি।
নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে আবেগঘন এক বার্তা প্রকাশ করেছেন নাসির।
যেখানে তিনি লিখেছেন, জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একটা উপহার দিয়েছে… শুভ বিবাহবার্ষিকী..।
এর আগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।