বিনোদন

সারা দেশে বিনামূল্যে দেখা যাবে মুজিব

একটি জাতির রূপকার’ শুধু একটি সিনেমা নয়, বাংলাদেশের ইতিহাসের অমূল্য প্রামাণ্যচিত্রও। সিনেমাটির প্রতিটি দৃশ্যে রূপায়ণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এর নির্মাণ ব্যয় প্রায় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে।

মুজিব : একটি জাতির রূপকার গেল বছরে ১৩ অক্টোবর (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করে দর্শক। তার আগে ২০২২ সালের ১৯ মে ফ্রান্সে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রাথমিক ট্রেলার মুক্তি পায়। আর সেন্সর বোর্ডে আনকাট ছাড়পত্র পায় গেল বছরের ৩১ জুলাই।

সিনেমাটি এবার সারা দেশে প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে উন্মুক্ত আয়োজনে মুজিব সিনেমাটি দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সর্বসাধারণের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার জন্যই এ উদ্যোগ। এর সঙ্গে সম্পৃক্ত আছে তথ্য মন্ত্রণালয়ও।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে এফডিসি কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত থাকবেন মুজিব ছবির কলাকুশলীরাও।

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।

এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ অনেকেই অভিনয় করেছেন।

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সি চরিত্রের লুকে চঞ্চল চৌধুরী।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সায়েরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), প্রার্থনা ফারদিন দীঘি (ছোট রেণু), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান) ও এলিনা (বেগম খালেদা জিয়া)।

সিনেমাটিতে ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রীজা ভট্টাচার্য, রাজেন মোদি, দেবাশীষ নাহা, সোমনাথ, কৃষ্ণকলি গাঙ্গুলি, আবির সুফি, অরুণাংশু রায় প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button