বিনোদন

বিয়ে করলেন অর্চিতা স্পর্শিয়া

গতকাল ছিল ভালোবাসা আর বসন্তের দিন। নতুন জীবনে পা রাখতে তাই এ দিনটিকেই বেছে নিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। চট্টগ্রামের ছেলে। পড়াশুনা করেছেন দেশের বাইরে। এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।

গতকাল বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

গত ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচেই স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। গতকাল বুধবার ইনানি বিচে হয়েছে তাদের বিয়ের আয়োজন। যাতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা হাজির ছিলেন।

স্পর্শিয়া বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছ্ন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।

এ সময় স্পর্শিয়া জানান, আমাদের এক কমন ফ্রেন্ড ঘটকালি করেছে। পারিবারিক ভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরী হয়।’

এদিকে সমুদ্র বিচে বিয়ে করার পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সমূদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমূদ্র দুটোই রয়েছে। শশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধ্যাণ্য দিয়েছেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button