বগুড়ায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
বগুড়ায় কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন অ্যাডিশনাল ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
তিনি জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের তারিখ পুলিশ সদর দপ্তর থেকে পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ের নতুন তারিখ ২০,২২ এবং ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে, প্রথম ধাপে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা যথাক্রমে পূর্ব নির্ধারিত ১৬ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।
নিয়োগ প্রসঙ্গে পুলিশ সুপার আরও বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। আর্থিক লেনদেনের সঙ্গে কেউ জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে।