ক্রিকেটখেলাধুলা

মোস্তাফিজের মাথায় আঘাত, যা জানা গেল সিটি স্ক্যানে

মোস্তাফিজুর রহমান অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলমান বিপিএলে চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় এ ঘটনা ঘটে।

তবে চোট নিয়ে আশঙ্কার কিছু নেই বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, মোস্তাফিজের মাথার চামড়া কেটে গেছে। সেলাইও লেগেছে। কিন্তু মাথার ভেতরে কোনো ক্ষত হয় কি না সেটি নিয়ে চিন্তিত ছিল বিসিবি। তবে সিটি স্ক্যানে তেমন কিছু ধরা পড়েনি।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে বল করছিলেন মোস্তাফিজ। তবে একটি ডেলিভারির পর যখন ফিরে যাচ্ছিলেন এমন সময় বল এসে আঘাত করে তার মাথার পেছনের দিকে। পরে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়।

তবে আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন মোস্তাফিজ। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে।

এবারের আসরে কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ২৩.৯১ গড়ে তিনি শিকার করেছেন ১১ উইকেট। ৯ ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১৪। ৭ ম্যাচে জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button