৪ ছাত্রকে ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় একই মাদরাসার শিক্ষক (বরখাস্ত) মো. নাছির উদ্দিনকে (৪১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত নাছির উদ্দিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেউলা গ্রামে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের একটি কওমি মাদরাসার শিক্ষক ও আবাসিক প্রধান ছিলেন।
২০২০ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসায় চার শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মাদরাসা শিক্ষক নাছির উদ্দিনের নামে মামলা করেন।
তদন্ত শেষে নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রবিবার আদালত রায় দেন।
জানা গেছে, ওই শিক্ষক প্রতি রাতে একজন করে ছাত্রকে ভয় দেখিয়ে ধর্ষণ করতেন বলে অভিযোগ ছিল। সূত্র: দেশ রূপান্তর