প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ার সদর উপজেলায় চোর সন্দেহে মুক্তার আকন্দ (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে শহরের রাজাপুর হটিলাপুর মধ্যপাড়া এলাকায় তাঁকে পিটিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মুক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়।
নিহত মুক্তার আকন্দ বগুড়া সদর উপজেলার মাটিডালী উত্তরপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, মুক্তারের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীণ। জড়িতদের শনাক্তে ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।