জাতীয়

বন্ধ হচ্ছে ৫০০ ইটভাটা

আগামী ১০০ দিনের মধ্যে দেশের ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের ১০০ দিনের একটি কর্মসূচি আছে। এর মধ্যে আমরা প্রাথমিকভাবে ৫০০ অবৈধ ইটভাটা একেবারেই বন্ধ করে দিব। এগুলো যাতে পরে আর খুলতে না পারে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশবান্ধব ইটভাটা-পৌরসভার বর্জ্যব্যবস্থাপনা আধুনিকায়ন করা হবে বলে এ সময় জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, ‘২০২৮ সালের মধ্যে দেশের সব ম্যানুয়েল ইটভাটা বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইটভাটায় রূপান্তর করা হবে। এর ফলে ফসলি ও কৃষি জমির মাটির ক্ষতি করতে পারবে না কেউ। এ ছাড়া সব পৌরসভার বর্জ্য বা ময়লা যত্রতত্র না ফেলে ডাম্পিংয়ের ব্যবস্থা করে সেগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

নদী দখল ও দূষণের বিষয়ে অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সরকার জলাধার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো, নদী, জমি, খাল ও জলাধার সম্পর্কে সুনিশ্চিত হতে পারব। এরপর এর মনিটরিং ভালোভাবে করতে পারব।’

এই বিভাগের অন্য খবর

Back to top button