খেলাধুলাফুটবল

অবশেষে ব্রাজিলের স্বপ্নের হেক্সা মিশন পূরণ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাতীয় দল হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও স্বপ্ন পূরণ করেছে বিচ ফুটবল দল। ফিফা বিচ ফুটবল বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।

১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ব্রাজিল ও ইতালি। রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দল দুইটি। ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয় ইতালি। রদ্রিগো একাই করেন তিন গোল। একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর একটি আত্মঘাতী গোল হয়। 

অপরদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই। 

এবারের বিচ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে।

এই বিভাগের অন্য খবর

Back to top button