বিনোদন

নতুন জীবন সঙ্গী খুঁজছেন মাহিয়া মাহি

সম্প্রতি নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বিচ্ছেদের ঘোষণা দেয়ার কিছুদিন যেতে না যেতেই ফের নতুন নতুন জীবন সঙ্গী খুঁজছেন মাহি।

আজ সোমবার ২৬ ফেব্রুয়ারি ১১টা ৩২ মিনিটে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে আস্থা করা যায় এমন মানুষের প্রয়োজন জানিয়ে মনের অনুভূতি জানান।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মাহি লিখেছেন, একটা আস্থার জায়গা হলেই চলবে। একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে।

উল্লেখ্য, গত ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল।

এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

এই বিভাগের অন্য খবর

Back to top button