নির্বাচন

আজ এমপি হিসেবে শপথ নেবেন ৫০ নারী

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের ৫০ জন নারী আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।

জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে বেলা ১১টায় তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুই জন সংসদ সদস্য শপথ নিবেন।

শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। পরে বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন।

এর আগে, সংরক্ষিত নারী আসনের ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যরা নির্বাচিত হন। পরে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচনি ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়। যার কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button