খেলাধুলাফুটবল

নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করায় সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ পগবা

নিষিদ্ধঘোষিত ড্রাগ গ্রহণের দায়ে ক্লাব ও জাতীয় দলসহ সব ধরনের ফুটবল থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবাকে।

৩০ বছর বয়সী পগবা ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় গত সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। রয়টার্স জানিয়েছে, পগবার চার বছরের নিষেধাজ্ঞা চেয়ে ইতালির অ্যান্টি–ডোপিং প্রসিকিউটর কার্যালয় দেশটির অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনালে অনুরোধ জানিয়েছিল। আদালত সেটি গ্রহণ করেছেন।

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে আরেকটি নমুনার কাউন্টার অ্যানালাইসিস করা হলে সেখানেও একই ফল আসে। পগবার দাবি ছিল, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি তাঁর জানা ছিল না। যুক্তরাষ্ট্রে থাকা এক চিকিৎসক বন্ধু তাঁকে একটি ওষুধ নিতে বলেছিলেন, তবে সেটিতে টেস্টোস্টেরনের উপস্থিতির বিষয়টি তিনি জানতেন না।

গত বছরের ২০ আগস্ট সিরিয়াতে জুভেন্টাস–উদিনেসে ম্যাচের পর করা ডোপ পরীক্ষায় পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে।

এই বিভাগের অন্য খবর

Back to top button