বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি থেকে তা নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি ইউনিট বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৭০ পয়সা।
এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ‘সরকারের ভর্তুকি গত বছর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই আমরা সময়মতো ধীরে ধীরে এটি সমন্বয় করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী ৩ বছরে আমরা বিদ্যুতের দাম সমন্বয় করব। তাই সহনীয় পর্যায়ে যেন বিদ্যুতের দাম সমন্বয় হয়, আমরা সেই ব্যবস্থাই নিয়েছি। আমরা অল্প অল্প করে দাম বাড়াচ্ছি।’
দাম কার্যকরের বিষয়ে এর আগেরদিন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম সমন্বয় শুরু করা হবে। তবে এদিন জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকেই নতুন দাম কার্যকর হবে।
তিনি বলেন, বিদ্যুতের দাম যা বেড়েছে, তা ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হবে।
এ বছর বিদ্যুতে প্রায় ৪৩ হাজার কোটি টাকা সরকারের ভর্তুকি গুনতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সবশেষ বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার।