বিনোদন
শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত পাননি জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত পাননি জায়েদ খান। দাওয়াত না পাওয়ায় অবাক হয়েছেন এই অভিনেতা।
আজ শনিবার (০২ মার্চ) জায়েদ খান দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে বর্তমান কমিটি।
তিনি বলেন, এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।
আজ শনিবার ঢাকার অদূরে বিরুলিয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক আয়োজন করা হয়েছে।