খেলাধুলাফুটবল

মেসি-সুয়ারেজের গোলে ইন্টার মিয়ামির জয়

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ দুই বন্ধুর জোড়া  গোলে মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি।

মৌসুমের প্রথম দুই ম্যাচে সুয়ারেজের তীক্ষ্ণতা ও ম্যাচ ফিটনেসের অভাব থাকলেও গত মৌসুমে ব্রাজিল লিগে গ্রেমিওর হয়ে সর্বোচ্চ গোলদাতা ৩৭ বছর বয়সী সুয়ারেজের ফাইনাল থার্ডে তার সামর্থ্য নিয়ে সংশয় দূর করে দিয়েছেন।

‘আমি খুব খুশি যে সে গোল করতে পেরেছে। আমরা এমনিতেই শান্ত ছিলাম, আমরা জানি লুইস কী এবং সে কী করতে সক্ষম এবং সবাই এটা জানে। সে এমনই, যখন আপনি ন্যূনতম প্রত্যাশা করেন তখন সে আপনার জন্য একটি ম্যাচ সমাধান করে, যেমনটি সে আজ করেছে, গোল করেছে, গোলে সহায়তা করেছে’ বন্ধু সম্পর্কে বলেছেন লিওনেল মেসি।  সুয়ারেজ বলেছেন, ‘ও তো আমার সম্পর্কে খুব ভালোভাবেই জানে।  আশা করি দুজনে এমনি ভাবেই গোল করে যাবো।’

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে সুয়ারেজ কিক অফের মাত্র মাত্র চার মিনিটেই মায়ামিকে এগিয়ে নেন। নতুন ক্লাবের হয়ে তার প্রথম গোলটি ছিল দুর্দান্ত। উঠে আসা জার্মান মিডফিল্ডার জুলিয়ান গ্রেসেলের একটি নিচু ক্রস কাছের পোস্টে পেয়ে প্রথম শটেই জালে জড়ান এই উরুগুইয়ান। 

সাত মিনিট পর সুয়ারেজ আবার গোল করেন। এবারও বলের যোগানদাতা গ্রেসেল। তার বাড়ানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের কোনা দিয়ে বল জালে জড়ান সুয়ারেজ। ক্লাব ক্যারিয়ারে ৫৬৫ ম্যাচে তার গোল দাড়ালো ৩৬৮।  

২৯ মিনিটে তৃতীয় গোলের উৎসও গ্রেসেল। দুই ডিফেন্ডারের ফাক গলিয়ে বাড়ানো বল পেয়ে সুয়ারেজ নিজে গোলে শট না নিয়ে তা বাড়ান রবার্ট টেইলরের কাছে। আমেরিকান ফরোয়ার্ড টোকায় তা জালে জাড়ান। 

এরপর ৩০ গজ দূর থেকে নেয়া মেসির বাকানো ফি-কিক পোস্টের উপর দিয়ে চলে যা। মিনিট খানেক পর সুয়ারেজ বল জালে জড়িয়ে হ্যাটট্রিকের উদযাপন শুরু করেছিলেন। কিন্তু অফসাইডে ভেস্তে যায় তা। 

বিরতির পর ৫৪ মিনিটে মেসির শট অল্পের জন্য নিশানা মিস করে। এর পরপরই সুয়ারেজের সঙ্গে বোঝাপড়ায় বল নিয়ে এগিয়ে গিয়ে গ্রেসেল দুর্দান্ত গতির শট নিয়েছিলেন, যা বারে প্রতিহত হয়। 

এরপর মেসির পালা। ৫ মিনিটের মধ্যে দুই গোল করেন তিনি। বাম পাশ দিয়ে জর্ডি আলবা বল নিয়ে ছুটে গিয়ে সুয়ারেজকে বল বাড়ান তিনি। নাম্বার নাইন তা আলবাকে ফিরিয়ে দিলে তিনি তা পোস্টেই পাঠিয়েছিলেন, কিন্তু অরলান্ডো অধিনায়ক রবিন জ্যানসেন তা শেষমুহূর্তে ক্লিয়ার করতে গিয়ে বল বাড়ে লেগে ফিরে আসে, ছুটে আসা মেসি বুক দিয়ে বল নামিয়ে পোস্টে জালে জড়ান। 

হ্যাটট্রিকের আশায় ছিলেন সুয়ারেজ। ৬২ মিনিটে বা প্রান্ত দিয়ে ছুটে গিয়ে শট নেয়ার আগে মেসিকে দেখতে পেয়ে ক্রস করেন তিনি। মায়ামি অধিনায়ক হেডে বল জালে জড়ান। 

এর দু মিনিট পরই জেরার্দো মার্তিনো সুয়ারেজকে পাল্টে কাম্পানাকে মাঠে নামান। তবে এরপর আর গোল হয়নি। 

প্রথম তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রাখলো মায়ামি। 

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা ভালো করছি, আমরা খেলাটা উপভোগ করছি, আমরা বেড়ে উঠছি। আজকের ম্যাচটি জেতার জন্য গুরুত্বপূর্ণ ছিল, উন্নতির এই পথে অব্যাহত ছিল এবং যা কিছু আসছে তার জন্য এটি আমাদের খুব শক্তিশালী করে তুলতে হবে।’ তিনি বলেন, ‘শুরুটা ভালো করাটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম কয়েকটা ম্যাচে… আমরা এভাবেই শুরু করতে চেয়েছিলাম, যত বেশি সম্ভব পয়েন্ট পাওয়া যায়। কারণ এরপর আসবে কোপা আমেরিকা ও লিগস কাপ।’

বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button