প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার
বগুড়ায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগরস্থ সরকারি স্টাফ কোয়ার্টার-সংলগ্ন জিলাদারপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই বাড়ির সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশেই কিছু মাটি নেয়ার জন্য মাটি খুঁড়তে এক সাথে তিনটা গ্রেনেড পাওয়া যায়। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।
পুলিশ জানান, তিনটি গ্রেনেড সাদৃশ্য অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।